ATL মানবিক সাপোর্ট সেন্টার
আত-তাকওয়া মানবিক সাপোর্ট সেন্টার
(সৃষ্টির স্বার্থে তাকওয়ার সাথে)
আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আত-তাকওয়া মানবিক সাপোর্ট সেন্টার সর্বদা মানবতার সেবায় নিয়জিত
প্রিয় বন্ধু আপনি তো খেয়ে পড়ে আল্লাহর রহমতে খুব ভালোই আছেন, কিন্তু আপনার আশেপাশে তাকিয়ে দেখেছেন আল্লাহর সৃষ্টির সেরাজিব মানুষ কত রকম সমস্যায় আছে, কেউ খেতে পারছে না, কেউ চিকিৎসা করাতে পারছে না, কেউ আবার সন্তান লালন পালন করতে পারছে না, মেয়ে বিয়ে দিতে পারছেনা এবং পড়ালেখা করাতে পারেনা কারো আবার বিশাল এই পৃথিবীতে থাকার যায়গা টুকুও নেই, এরকম অনেক সমস্যায় জর্জরিত সৃষ্টির সেরা জিব মানুষ।
প্রিয় বন্ধু একটু ভেবে দেখুন এই সুন্দর পৃথিবীতে আপনি আমি কেউ ছিলাম না এখন আমরা সবাই আছি আবার একদিন কেউই থাকবো না মায়ার এই পৃথিবিতে কিন্তু একটু চিন্তা করে দেখুন কিভাবে এই পৃথিবীতে আমরা আসলাম এবং কিভাবে এত ভেদাভে তৈরি হলো গরিব ধনী কালো ধলা খাটো লম্বা আরো কত বৈষম্য কিন্তু প্রিয় বন্ধু এরি মাঝ থেকে আপনি আমি একদিন হারিয়ে যাব, চলে যাব এই সুন্দর দুনিয়া ছেড়ে। প্রিয় বন্ধু তখন কি আর এই ভেদাভেদ থাকবে? মোটেই না আমাদের সবার পরিচয় সেদিন একটাই! তাহলো লাশ🥲
প্রিয় বন্ধু আপনি এই লাশ হওয়ার আগে নিজের কাছে নিজে কিছু প্রশ্নেন উওর খোযার চেষ্টা করুন। ১,এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনি যখন চলে যাবেন তখন আপনি কি নিয়ে যাবেন? ২,এবং কি রেখে যাবেন? ৩, যেই সম্পদ রেখে যাবেন সেই সম্পদ আপনার কি কাজে লাগবে? আশা করি আপনি নিজের কাছে নিজে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। প্রিয় বন্ধু যদি আপনার কাছে প্রশ্নের উত্তরটি এমন হয় যে কিছুই নিয়ে যেতে পারবো না রেখে যাওয়া সম্পদ আমার কোন কাজে আসবে না তাহলে আমি বলব আর দেরি না করে এখনই সৃষ্টির সেবায় নিজেকে বিলিয়ে দিন।
প্রিয় বন্ধু আর সময় নষ্ট না করে আসুন এই পৃথিবীর সৃষ্টির রহস্য বুজার চেষ্টা করি নিজেকে স্রষ্টার সৃষ্টির মাঝে বিলিয়ে দেই, এপারেও শান্তি পাবেন ওপারেও শান্তি পাবেন ইনশাআল্লাহ অসহায় সৃষ্টির পাশে দাঁড়িয়ে স্রষ্টার বন্ধু হওয়ার সেরা উপায়। তাই আসুন স্রষ্টার বন্ধু হয়ে নিজেকে ধন্য করি।
